বাঘারপাড়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে আহত কমপক্ষে ১৫ জন

0
352

নুর হাসান লাল্টু বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহত দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকাল তিনটার দিকে চাড়াভিটা বাঘারপাড়া সড়কের মহিরন হাজী বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন,বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৫) মহিরন গ্রামের আনসার আলী (৬০)দয়রামপুর গ্রামের হারুন অর-রশিদ , যশোর সদরের হামিদপুর গ্রামের মাকছুরা (৩৫), ধুপখালি গ্রামের ইমারত মোল্লা (৬৫) রামকান্তপুর গ্রামের হাসিনা বেগম(৫০) তেঘরি গ্রামের জিহাদ(৩০) আগড়া গ্রামের আসমা (৩৫) ও যশোর সদরের সোহাগ হোসেন (৩৫)। এদের মধ্যে বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের জাহিদুল ইসলাম তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী মহিরন গ্রামে ওবায়দুর রহমান জানিয়েছে, বিকাল তিনটার দিকে যশোর থেকে ছেড়ে আসা বাঘারপাড়ার রোডের সিলেট-জ ১১-০১৩৯ নম্বরের যাত্রীবাহি বাসটি মহিরন হাজী বাড়ির সামনে আসলে নিয়ন্ত্রন হারিয়ে রেন্ট্রি গাছের সাথে স্ব-জোরে ধাক্কা দেয়। এসময় বাসের যাত্রীরা মারাত্বক আহত হয়।স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নিয়ে আসে। বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া রহমান জানিয়েছে, আহত চারজনকে ভর্তি করা হয়েছে ,অবস্থা গুরুতর হওয়ায় চার জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাঘারপাড়া থানার এস আই আওয়াল হোসেন জানিয়েছে, দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এসময় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here