সাব্বির আহমেদ ওরফে রাসেল হত্যা মামলায় আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ নয়জনকে রিমান্ডে নেয়ার আবেদন

0
310

কাগজ সংবাদ : বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওরফে রাসেল হত্যা মামলায় আটক আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ নয়জনকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুম কাজী শনিবার পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। তার দাবি আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলা সম্পর্কে আরো গুরুত্বপূর্ন তথ্য আসবে। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে শহিদুজ্জামান শহীদ, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে খাইরুল ইসলাম, আবু তাহেরের ছেলে সবুজ হোসেন, শাহাদতের ছেলে শামীম,রুহুল আমিনের ছেলে সেলিম মিয়া, বাগদিয়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর, বাশবাড়িয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে রমজান সরদার, মোশারেফের ছেলে আশিক হোসেন ও দুলালের ছেলে আজাদ। এরআগে গত বৃহস্পতিবার আসামিরা আদালতে আত্মসমার্পণ করেন। পর জামিন আবেদন জানালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ত ১৫ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওরফে রাসেলকে (২৩) কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। সে বালিয়া ভেকুটিয়া গ্রামের সালেক মৃধার ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here