স্টাফ রিপোর্টার : কবি ও সাংবাদিক শেখ হামিদুল হক’র আজ ৬৩তম জন্মদিন। ১৯৫৭সালের ১৬ নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এবং সাপ্তাহিক রোববার যশোরের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া একটি বেসরকারী প্রতিষ্ঠানের সাথে আছেন।
ছাত্র জীবন থেকে লেখালেখির হাতে খড়ি। মূলত গল্প লেখার মাধ্যমে তার সাহিত্যাঙ্গনে পদার্পণ। বর্তমানে দেশের জাতীয় পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন।দেশে ও দেশের বাইরে বিভিন্ন গণমাধ্যম, লিটলম্যাগেও তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। তার গল্পের বই ‘ নষ্ট কষ্ট যখন’ প্রথম প্রকাশ ২০১৪ একুশে বই মেলায়। এছাড়াও বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ আছে। বর্তমানে তিনি বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর’র সম্মানিত সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ কবিতা কংগ্রেস’ যশোর জেলা কমিটির সহ-সভাপতি ও মধুসূদন সাহিত্য গোষ্ঠী যশোর,র সাধারণ সম্পাদক। তার সম্পাদিত সাহিত্য পত্র ‘ অরিন্দম’। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।















