চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা কৃষি অফিসারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বিসিআইসি ডিলারদের সাথে বেশ কিছু দিন ধরে এই কর্মকর্তার বিরোধ চলে আসছিল। ধারনা করা হচ্ছে ওই কারনেই তাকে চৌগাছা থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে স্টান্ড রিলিজ করা হয়েছে। কৃষি কর্মকর্তা রইচউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রতি বছরের মত এ বছরও উপেজলা বিসিআইসি সার ডিলারগন সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে থাকেন। ডিলাররা কৃষকের হাতে সময়মত সার পৌছে দিতে না পারা এবং বেশি মূল্যে সার বিক্রিসহ নানা অভিযোগে কৃষি অফিসার বেশ কিছু সার ডিরারদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায় কৃষি অফিসার নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ঠ থানায় জিডিও করেন। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সার ডিলারসহ সচেতন মহলে। এক প্রকার বাধ্য হয়ে উপজেলার সকল ডিলার মিলে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগে এনে আবেদন করেন। এরই মধ্যে গতকাল কৃষি অফিসারকে স্ট্যান্ড রিলিজের খবর আসে। বদলীর খবরে ডিলারদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক ডিলার বলেন, ব্যাক্তিস্বার্থের কারনে উপজেলা কৃষি অফিসার ইচ্ছাকৃত ভাবে ডিলারদের সাথে বিরোধ করেন। তার করনেই ডিলাররা বেশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। এ বিষয়ে কৃষি অফিসার রইচউদ্দিন কোন মন্তব্য না করলেও স্টান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে বদলী হয়েছি, খুব দ্রুত সময়ে নতুন কর্মস্থালে যোগদান করা হবে।














