চৌগাছার পল্লীতে উড়ান্ত ছিনতাইকারী

0
318

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার পল্লীতে এবার উড়ান্ত ছিনতাইকারীর কবলে এক বৃদ্ধা। সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় দুই যুবক তার গলার চেইন ছিড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা বিএনপি নেতা বিএম বাবুল আক্তারের বৃদ্ধা মা আনজুয়ারা বেগম (৬৮) দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ির সামনে সড়কের পাশে রোদে দাড়িয়ে ছিলেন। এ সময় একটি হাংক ১৫০ সিসি মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক সেখানে মটরসাইকেলের গতিরোধ করে। আশ পাশে তাকিয়ে বৃদ্ধার গলায় থাকা সোনার হার ছিড়ে নিয়ে দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের গ্রামে অনেক খোজাখুজি করেও ছিনতাইকারীদের কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃদ্ধার ছেলে বিএম বাবুল আক্তার বলেন, এতোদিন শুনেছি উড়ান্ত ছিনতাইকারী শহরে ছিনতাই করে এখন দেখি তারা গ্রামেও চলে এসেছে। এই অবস্থা হলে গ্রামে কিভাবে মানুষ নিরাপদে থাকবে। বিষয়টি থানা পুলিশকে অবহীত করা হবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here