গাইদঘাট ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট বেনাপোলকে হারিয়ে শালিখা চ্যাম্পিয়ন

0
357

খাজুরা (যশোর) প্রতিনিধি : গাইদঘাট ৮ দলীয় ফুটবল টর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যশোর খাজুরার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করে যশোরের বেনাপোল নুর ইসলাম ফুটবল একাদশ ও মাগুরার শালিখা শর্শূনাদহ ফুটবল একাদশ। বিকেল সাড়ে তিনটায় রেফারি জিল্লুর রহমানের বাঁশিতে খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে উভয় দলই কোন গোল করতে না পারায় খেলা সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। এতে শর্শূনাদহ একাদশ ৫-৪ গোলে নুর ইসলাম একাদশকে হারায়। চ্যাম্পিয়ন দলের মহিদুল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শক নির্বাচিত হয় দুলাল বিশ^াস। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বিশ^াসের সভাপতিত্বে অতিথিরা ছিলেন বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি ঠিকাদার মনিরুজ্জামান তপন, ক্রীড়া সংগঠক বিধান চন্দ্র বিশ^াস, মুক্তিযোদ্ধা শ্রীহরি বিশ^াস, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার বিশ^াস, চ্যাম্পিয়ন দলের ম্যানেজার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্বাস আলী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাজু আহম্মেদ, ধারভাষ্যকর মাসুম রেজা তুষার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here