স্টাফ রিপোর্টার : বাজারে বেড়েছে শীত কালিন সবজির সরবরাহ। ফলে যশোরের শার্শা ও বেনাপোলে গত এক সপ্তাহের ব্যাবধানে সবজিসহ সবকাচা পন্যের দাম অনেকাংশে কমে গেছে। কপি সীম আদা,পেয়াজ রসুন ও কাচা মরিচের দাম কমেছে অর্ধেক। সীম মুলা কপি ও বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০থেকে ৪০টাকা। ৮০টাকা কেজির দরের পেয়াজ ও কাচা মরিচ বিক্রি হচ্ছে৩০থেকে৪৫টাকায়। রসুন ৮০থেকে৯০টাকা।
বাজারে সবজি সহ বিভিন্ন পন্যের আমদানি বাড়ায় কমেছে দাম। পেয়াজ রসুন ও মরিচ আমদানি হওয়ায় বেনাপোল নাভারন ও বাগআচড়া সহ স্থানীয় বাজারগুলোতে এসব পন্যেও দাম কমতে শরু করেছে। খুশি ক্রেতা বিক্রেতারা।
তবে সবজির দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ার আশংকা করছেন চাষীরা
শীত যতই বাড়ছে ততই কমছে সবজির দাম। বাজারে বাড়ছে আমদানি ফলে কয়েকদিন পর দাম আরো কমতে পারে বলে জানান ব্যাবসায়ি নেতারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন কৃষকের সার বীজ ও প্রনোদনা দেওয়া হচ্ছে প্রশিক্ষন ও পরামর্শ দেওয়া হচ্ছে সবজি চাষে। ফলে বাড়ছে চাষ ও উৎপাদন বাজারে বাড়ছে সরবরাহ কমছে দাম। উপকৃত হচ্ছে চাষী ব্যাবসায়ি ও ক্রেতারা।















