যশোরের ঝিকরগাছায় তরিকুল নামের  এক যুবক ৮ মাস ধরে নিখোঁজ 

0
327
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পল্লী থেকে তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবক ৮ মাস ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার শিওরদাহ গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় তার পিতা আয়ুব হোসেন ঝিকরগাছা থানায় সাধারন ডায়েরী করেছেন।
জিডি সুত্রে জানা গেছে, তরিকুল ইসলাম গত ১ এপ্রিল ২০২০ সকালে ডাক্তার দেখানের কথা বলে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। তারপর থেকে সে আর বাড়ি ফিওে আসেনি। ওই দিন থেকে নিকট আত্মীয়সহ সম্ভব্য সকল স্থানে খুজেও তার কোন সন্ধান মেলেনি। তরিকুল ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ফুট ৭ ইি , মাথার চুল কালো, মূখমন্ডল লম্বাটে এবং পরনে জিন্সের প্যান্ট ও সাদা চেকের শার্ট ছিল। এদিকে ছোট ছেলে তরিকুল ইসলামকে হারিয়ে বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। কেউ সন্ধান পেলে ০১৯১৬-৩৩৭৫৬৩, ০১৭১৩-৯২২৫৬৭ নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার চাচাতো ভাই রিপন হোসেন। এ ঘটনায় তার পিতা আয়ুব হোসেন ঝিকরগাছা থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নং-২৯৫, তারিখ-০৯/০৪/২০২০ ইং। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here