যশোরে ফটো সাংবাদিক মোহনের পিতার মুত্যু বিভিন্ন মহলের শোক  

0
324
যশোর  ডেস্ক :
যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের সহসভাপতি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যশোর জেলা শাখার সদস্য মাহাবুবুর রহমান মোহনের পিতা যশোর শহরের স্টেডিয়াম পাড়ার সমাজসেবক মতিউর রহমান (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। বুধবার রাতে কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ বৃহস্পতিবার জোহরবাদ ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। যশোরের পুরাতন জজকোর্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাও. মোক্তার আলী জানাজা নামাজ পরিচালনা করেন। পরে কারবালা গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় যশোরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মরহুমের বড় ছেলে মাহাবুবুর রহমান মোহন জানান, বৃহস্পতিবার আছরবাদ স্টেডিয়াম পাড়ার বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে মোহনের পিতার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু এক বিবৃতিতে ফটোসাংবাদিক মোহনের পিতার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাক, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, সদস্য মিরাজুল কবীর টিটো ,আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here