যৌতুক মামলায় মণিরামপুরের রুহুল আমিনকে ২ বছরের সশ্রম কারাদন্ড

0
371

স্টাফ রিপোর্টার : যশোরে যৌতুক মামলায় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে দুইবছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত রুহুল আমিন মণিরামপুরের বসন্তপুর গ্রামের আবুল কালাম পাটোয়ারির ছেলে।সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট গৌতম মল্লিক এ রায় দেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ৩ অক্টোবর আসামি রুহুল আসমিন মণিরামপুরের মাহমুদকাটি গ্রামের আবু হানিফ ব্যাপারীর মেয়ে তহমিনা খাতুন শিল্পীকে বিয়ে করেন। বিয়ের সময় নতুন সংসারে ১০ লাখ টাকার মালামাল দেয়া হয়। কিছু দিন যেতে না যেতে আসামি রুহুল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে । এক পর্যায়ে রুহুলকে যৌতুকের তিনলাখ দেয়া হয়। যা দিয়ে সে খেদাপাড়া বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক বছর যেতে না যেতে রুহুল তার স্ত্রীর কাছে আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি শিল্পীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ন। যৌতুকের টাকা না দিলে শিল্পীকে নিবে বলে জানিয়ে দেয় আসামি রুহুল আমিন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে শিল্পী যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুহুল আমিন পলাক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here