রাজগঞ্জ বাজারে অধিকাংশ দোকানে পণ্য বিক্রয় মূল্যতালিকা নেই : ঠকছে ক্রেতারা

0
353

 

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের অধিকাংশ দোকানে পণ্য বিক্রয় মূল্যতালিকা নেই। একেক দোকানে একেক দামে বিক্রয় করা হচ্ছে পণ্য। একারণে ঠকছে রাজগঞ্জের সাধারণ ক্রেতারা।
দেখাগেছে, রাজগঞ্জ বাজারে মুদি দোকান থেকে সবজির দোকান। অধিকাংশ দোকানেই পণ্য বিক্রয় মূল্যতালিকা নেই। ব্যবসায়ীরা ইচ্ছা করেই পণ্য বিক্রয় তালিকা তাদের দোকানে রাখেনি। প্রশাসন থেকে পণ্য বিক্রয় মূল্যতালিকা প্রত্যেক দোকানে টানানোর নির্দেশনা দেওয়া হলেও রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তা না মেনে ইচ্ছামতো দামে পণ্য সামগ্রী বিক্রয় করছে। বিশেষ করে, মুদি দোকানের নিত্যপণ্য ও মিষ্টি দোকানের মিষ্টি কিনে ঠকছে ক্রেতারা। ক্রেতারা দামের কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত। কোনো দোকানের পণ্যের দামের সাথে, কোনো দোকানের পণ্যের দাম এক নেই। দোকানীরা বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ আছে। রাজগঞ্জ বাজারের নাম প্রকাশ না করার শর্তে একজন মুদি দোকানদার এ প্রতিনিধিকে বলেন- আমরা পাইকারী মোকাম থেকে যেভাবে মালামাল কিনি, সেই ভাবেইতো বিক্রি করি। আমাদের দোষ কোথায়। কিন্তু একথা মানতে নারাজ রাজগঞ্জ এলাকার সাধারণ ক্রেতারা। তারা বলছেন- দোকানীরা ইচ্ছা করেই দাম বেশি নিচ্ছে। একেক দোকানে একেক দামে পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা আবার কোন দেশের নিয়ম। এমনি কথা বলেছেন রাজগঞ্জ বাজারের বটতলা মোড়ের এক মুদি দোকানে কেরোসিন কিনতে আসা মনোহরপুর গ্রামের মোঃ আকবার হোসেন। তিনি আরো বলেন- বাজারের অধিকাংশ দোকানে ভিন্ন ভিন্ন দামে পণ্যসামগ্রী বিক্রয় করায় ঠকছে সাধারণ ক্রেতারা। আর অতিরিক্ত লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা সাধারণ মানুষদের চরমভাবে ঠকাচ্ছে। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here