মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষনের অভিযোগে মামলা

0
320

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় স্বামীকে গাছের সাথে বেধেঁ রেখে স্ত্রীকে গণধষর্ণের অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অজ্ঞাত নামা ৫জনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারীর স্বামী।
ধর্ষিতার স্বামী সিদ্দিক জোয়ারদার বলেন, গত প্রায় বিশ দিন আগে ধান সংগ্রহ করার জন্য নিজ গ্রাম শ্রীপুর উপজেলার বন্দেখালি গ্রাম থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে ধান সংগ্রহের জন্য আসে। এ সময় তারা ঐ এলাকার মাঠে তাবু খাটিয়ে বসবাস করছিল। গতকাল শনিবার রাতে ৫জনের একটি সংঘবদ্ধ চক্র আমাকে গাছের সাথে বেধেঁ রেখে আমার স্ত্রীকে জোর করে ধর্ষন করে এ সময় কাছে থাকা ৫ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপÍ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ থানায় ধর্ষনের স্বীকার গৃহবধু নিজে রবিবার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ধর্ষিতার ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here