অভয়নগরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালিয়েছে স্বামী

0
373

যশোর ডেস্ক : অভয়নগর উপজেলার চাকই-মরিচা গ্রামের গৃহবধূ হীরা বেগমকে (৩৩) তার স্বামী বিল্লাল সরদার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়েছে।
বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
গৃহবধূর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতালে থাকাকালে মুমূর্ষু অবস্থায় হীরা বেগম জানান, তার স্বামী সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌঁড়ে পালায়।
তিনি বলেন, ‘আমি ওই পাষণ্ডের বিচার দাবি করছি।’
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুণ্ডু বলেন, হীরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের বেশিরভাগ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসাশেষে দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
অভয়নগর থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here