মণিরামপুর বিএনপির প্রবীণ নেতা সাবেক মেম্বর হারেজ গাজীর ইন্তকাল

0
382

আনিছুর রহমান:- মণিরামপুর উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও সদর ইউনিয়নের আশির দশকে প্রথম নির্বাচিত সাবেক মেম্বর হারেজ উদ্দীন গাজী (৮৩) বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায়ের পর রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের খইতলা এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি ওই গ্রামের মৃত জোনাব গাজীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। বিএনপি-আ’লীগসহ বিভিন্ন রাজনীতিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গতকাল শুক্রবার জুম্মাবাদ স্থানীয় মাদানীনগর মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত নামাজে জানাজায় ইমামতি করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। মরহুমের নামাজে জানাজায় অংশ নিয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, তিনি মণিরামপুর সদর ইউনিয়নে ১৯৮৩ সালের ৩০ ডিসেম্বর প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং মেম্বর নির্বাচিত হন মরহুম হারেজ উদ্দীন গাজী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here