পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পারিবারিক কলহের জেরে দীর্ঘ দিনের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসদরের ৪ নং ওয়ার্ডের সরল গ্রামে। সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, সরল মৌজায় এস এ ২২ খতিয়ানে ৯৪৬ দাগে স্থানীয় মৃত গৌরপদ মন্ডলের তিন ছেলে পুলিন, মদন ও নিখিল মন্ডল পরিবার পরিজন নিয়ে বংশানুক্রমে বসবাস করে আসছে এবং এ পরিবারের দীর্ঘ দিনের একটি চলাচলের রাস্তা রয়েছে। এক সময় ৩ ভাই পৃথক হয়ে অপরকিল্পিত ভাবে ঘরবাড়ী নির্মান করে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি খুটি নাটি বিষয় নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিলে নিখিল মন্ডল তার ভাইপো ধীরাজ মন্ডল গংদের পরিবারের যাতায়াত পথ বন্দ করে দিয়েছে। এ সম্পর্কে ধীরাজ মন্ডল জানান, যাতায়াত পথ নিয়ে মেয়র, কাউন্সিলর সহ গন্যমান্য ব্যক্তিদের স্মরনাপন্ন হলেও কেউ সমাধান দিতে পারিনি। বর্তমানে আমাদের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্দ থাকায় অমরা দুই ভাই খুব সমস্যার মধ্যে রয়েছি। তিনি অভিযোগ করেন, এ পথ দিয়ে চলাচল করলে কাকা নিখিল পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।














