সোনা পাচার মামলায় পংকজ রিমান্ডে

0
486

স্টাফ রিপোর্টার :  যশোরের সদর উপজেলার বাহাদুরপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ পিছ সোনার বার সহ আটক পংকজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অপর দুইজনের রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া দশদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পঙ্কজ ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ শাহ রোডের শোভন দত্তের ছেলে। অপর দুই আসামি

মুন্সীগঞ্জের গোলাপ রায় গ্রামের গোসট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা।

উল্লেখ, গত সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুরে যশোর-মাগুরা সড়কে ফেম পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। বাসটি শরীয়তপুর থেকে বেনাপোলে যাচ্ছিলো। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ৩০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন সাড়ে ৩ কেজি। এই সোনার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষথেকে কেতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার দায়িত্ব পান কোতোয়ালি থানার ওসি সুমন ভক্ত । পরে তিনি ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালত একজনের দুইদিন ও অপর দুইজনের রিমান্ড না মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here