ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

0
366

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের স্বেচ্ছাসেবী সংস্থা ’’পোফ’’ এর আয়োজনে ঝিকরগাছায় দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। উপজেলার মানিকালী গ্রামে জামিলা ওমর স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে রোববার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন, পোফ যশোরের নির্বাহী পরিচালক ও মরহুম জামিলা ওমরের ৪র্থ সন্তান হাসান হাফিজুর রহমান। দিনভর স্বাস্থ্যসেবা নিতে আসা প্রায় দেড় শতাধিক রোগীগে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও দুপুরের খাবার প্রদান করা হয়েছে। একই সাথে কালিয়ানী গ্রামে জামিলা ওমর আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাইস্কুলের (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জামশেদ আলম, নথবেঙ্গল মেডিকেলের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৈকত রায় সজীব, সিডিএস এর নির্বাহী পরিচালক জোসেফ বিশ্বাস, বাংলাদেশ ফ্লাউয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য শাহাজান আলী, সাংবাদিক আলমগীর হোসেন, সমাজসেবক আব্দুর রহি মৃধা, স্বেচ্ছাসেবক আলমগীর গাজী, আবুল কাশেম, মেহেদী হাসান, অনামিকা আক্তার নিম্মী, ফয়সাল আহম্মেদ কৌশিক, সাইফুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here