মিমের নতুন চ্যালেঞ্জ

0
631

বিনোদন ডেস্ক :  গত মাসেই রায়হান রাফির নতুন সিনেমা ‘দামাল’-এর সঙ্গে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। মিম ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাজিফা বাশার, মাজনুন মিজান প্রমুখ। সিনেমাটির জন্য টানা ১২ দিন সৈয়দপুরে থাকতে হয়েছে তাকে। গতকালই সিনেমাটির শুটিং সেরে ঢাকায় ফিরেছেন এই নায়িকা। কাজের অভিজ্ঞতা সম্পর্কে মিম মানবজমিনকে বলেন, ‘দামাল’-এ আমার চরিত্রটা খুব চমৎকার। প্রতিবাদী এক মেয়ের চরিত্র।

যে কিনা শুরুতে খুব নরম প্রকৃতির বা স্বভাবের থাকলেও পরবর্তীতে পরিস্থিতির কারণে সে প্রতিবাদী হয়ে ওঠে। একটা মেয়ের দুইটি রূপ তুলে ধরাটা কিছুটা কষ্টকর ছিল। নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এই কাজটি করা বলতে পারি। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়টা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। গল্প, চরিত্র, মেকিং সবমিলিয়ে পুরো কাজটা করে ভালো লেগেছে। মিম জানান, সিনেমাটিতে তার অংশের কাজ প্রায় শেষ। তবে আরো দুইদিনের কাজ করলেই পুরোপুরি শেষ হয়ে যাবে। এদিকে, কয়েক দিনের মধ্যেই নির্মাতা অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’-এর শুটিং করবেন মিম। এই ওয়েব ফিল্মে মিমের নায়ক জনপ্রিয় অভিনেতা তাহসান। মিডিয়া লাইফের একটা প্রতিচ্ছবি দেখানো হবে এই ওয়েব ফিল্মে। সিনেমার পাশাপশি ওয়েব কন্টেন্টের কাজেও ব্যস্ত হওয়ার ইচ্ছা মিমের। বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করার কথা রয়েছে। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ‘ইত্তেফাক’ ছবির শুটিং করেছিলেন তিনি। মিম অভিনীত ‘পরান’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here