দশমিনায় ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

0
347

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকালে উপজেলার নলখোলাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন,যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান,সাধারন সম্পাদক এডভোকেট অরুপ কর্মকার,জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভূট্রো,মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ফাতেমা আলমগীর,শ্রমিক লীগের সাধারন সম্পাদক মহসীন জোমাদ্দার,ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাত প্রমুখ। এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পালোয়ানের উদ্যোগে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here