নড়াইলে ভূয়া ক্যাপ্টেন আটক

0
317

নড়াইল প্রতিনিধি ঃ বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিার্থীদের কাছ থেকে বৃত্তি দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয়(২৯) নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় গত কয়েকদিন ধরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক হায়াতুজ্জামানের কাছে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঐ বিদ্যালয়ের স্কাউট শিার্থীদের বিএনসিসি’র বৃত্তি দেবে বলে জানায়। সে গত বুধবার ( ২ ডিসেম্বর) বিদ্যালয়ে আসলে শিক ও স্কাউট শিার্থীরা তাকে যথারীতি গার্ড অব অনার প্রদান করেন। সোমবার সকালে ওই ভূয়া ক্যাপ্টেন বিদ্যালয়ে এসে শিার্থীদের কাছে বৃত্তির টাকা, পোষাক সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে কিছু টাকা দাবি করে। বিষয়টি প্রধান শিকসহ শিার্থীদের সন্দেহ হলে তারা স্থানীয় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে লোহাগড়া থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here