ট্রোলের মুখে বরুণ

0
530

বিনোদন ডেস্ক : আপনি কি সত্যিই করোনায় আক্রান্ত না নাটক করছেন? কোভিড থাবা বসিয়েছে না সাধারণ কাশি হচ্ছে আপনার? এভাবেই ট্রোল করা হল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। ট্রোলের মুখে পড়ে অভিনেতাও অবশ্য সপাটে উত্তর দিয়েছেন। কৃশ ওঝা নামে ওই ব্যক্তির সেন্স অফ হিউমার যে অত্যন্ত ভালো, তা সে বিষয়ে প্রকাশ্যেই মত প্রকাশ করেন বলিউড অভিনেতা। পাশাপাশি তিনি আরও বলেন, আশা করি আপনাকে এবং আপনার পরিবারকে এই ধরনের অভিজ্ঞতার মুখমুখি পড়তে হচ্ছে না। বরুণের উত্তর শুনে ওই ব্যক্তি আর পালটা কোনও মন্তব্য করেননি। সম্প্রতি ’যুগ যুগ জিয়ো’র শুটিং করে চন্ডিগড় থেকে মুম্বইতে ফেরেন বরুণ ধাওয়ান। এরপরই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। কোভিড থাবা বসিয়েছে তার শরীরে। বরুণের পাশাপাশি নীতু কাপুরও চন্ডিগড় থেকে ফেরার পর কোভিডে আক্রান্ত হন। যদিও সিনেমার অন্য দুই তারকা অর্থাত অনিল কাপুর এবং কিয়ারা আডবাণী সুস্থ রয়েছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here