অবশেষে অবসান হল নবসৃষ্ট পদ কম্পিউার ল্যাব অপারেটর নিয়োগের জটিলতা।

0
324

কোমল রাহা,স্টাফ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ-শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা -২০১৮ মোতাবেক কম্পিউটার ল্যাব অপারেটর, গ্রেড-১৬ নির্ধারণ করে নতুন পদ সৃষ্টি করা হয় । উক্ত পদে নিয়োগের যোগ্যতা হিসাবে বয়স অনুদ্ধ ৩৫,কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা/সমান ।কিন্তু সমস্যা সৃষ্টি হয় ৩০ মে ২০১৯ সালে জারিকৃত আদেশে উক্তপদ কম্পিউটার ল্যাব অপারেটর স্থানে কম্পিউটার ল্যাব সহকারী ঘোষণা করে ২০২০-২১ সালে অর্থবছর হতে নিয়োগ দেওয়ার জন্য বলা হয় । দুই স্থানে পদের নাম বিভিন্ন থাকায় সৃষ্টি হয় জটিলতা । মাঠপর্যায়ে থাকা শিক্ষা কর্মকর্তা গন উক্ত নিয়োগের ছাড়পত্র দিতে অনিহা প্রকাশ করে থাকেন। ফলে সৃষ্টি হয় নিয়োগ জটিলতা ৮ডিসেম্ব ২০২০ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত জারিকৃত আদেশে বলা হয় ৫ নং ক্রমিকে বর্ণিত কম্পিউটার ল্যাব সহকারী এর পরিবর্তে কম্পিউটার ল্যাব অপারেটর হবে । এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল । ফলে অবসান হল নিয়োগ জটিলতা,সৃষ্টি হবে নতুন কর্মক্ষেত্রের ।বাস্তাবায়ন হবে মুজবি বর্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘরে ঘরে চাকুরি দেওয়ার ঘোষনা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here