স্টাফ রিপোর্টার : যশোরের দুটি উপজেলায় বৃহস্পতিবার সকাল নয়টায় ভোট শুরু হয়েছে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে বাঘারপাড়া উপ-নির্বাচনে পুলিশকে দিয়ে ভোট ডাকাতির অভিযোগ এনে বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী। মোট পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন। এই ভোট উপলক্ষে জনপদে কোনো উদ্দীপনা দেখা যায়নি। ভোটকেন্দ্রগুলো ফাঁকা। কোনো ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। জনজীবনও স্বাভাবিক রয়েছে।
বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ভোটে লড়েন। এদের মধ্যে গত মধ্যরাতে ভোট বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী। তার অভিযোগ, গেল মধ্যরাতে পুলিশ বিভিন্ন কেন্দ্রে শাসক দলের প্রার্থীর পক্ষে ব্যালট কেটে দিয়েছে। বাঘারপাড়া উপজেলায় ভোটারের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৭৭৯।
ভোটাররা জানিয়েছেন, কোনো রকম ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে আগের রাতে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত খালেদুর রহমান টিটো নামে এক যুবক আজ সকালে ঢাকা নেওয়ার পথে মারা যান। নিহত যুবক নৌকার কর্মী। আর তার ওপর হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর অনুসারী বলে অভিযোগ।
ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান ইমাম জানান, কুয়াশার মধ্যেও ভোটাররা এসেছেন এবং ভোট দিয়েছেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানিয়েছেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পাালন করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।














