‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ১০ ডিসেম্বর সকাল ১০ টায় যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীণ করে রাইটস যশোর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিটির শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ তমিজুল ইসলাম খান। উদ্বোধনকালে তিনি বলেন, কোভিড-১৯ এর মহামারিতে নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকারকেও সমুন্নত রাখতে হবে। দূর্যোগ সময় থেকে ঘুরে দাঁড়িয়ে সবার জন্য মানবাধিকার বাস্তবায়ন করার বিষয়ে তিনি সকলের প্রতি আহ্বান জানান। মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোর’র নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক। এসময় তিনি মানবাধিকার দিবস-২০২০ স্মরণে সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রচিত ‘আমি মানুষ বলছি’ কবিতাটি আবৃত্তি করেন। র্যালিতে রাইটস যশোর, এফপিএবি, বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, সুসমাজ ফাউন্ডেশন, সিডিএফ, ল্যাম্ফ, ওয়ার্ল্ড ভিশন, অর্পন মানব কল্যাণ সংস্থাসহ সমমনা বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।















