যশোরে নির্বাচনী সহিংসতা নিহত টিটোর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

0
295

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়ার আওয়ামী লীগ কর্মী খালেদুর রহমান টিটো হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জহুরপুর ইউনিয়নবাসীর ব্যানারে আজ দুপুর ২টার দিকে প্রেসকাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খালেদুর রহমান টিটো বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনী সহিংসতায় বুধবার রাতে আহত হন। বৃহষ্পতিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘন্টাব্যাপী মানববন্ধনে জহুরপুর ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, ওই ঘটনায় জড়িত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী ও তার নূর মোহাম্মাদ পাটোয়ারীসহ জড়িতদের দ্রত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহতের ভাই বদরউদ্দিন ,উপজেরা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইষলাম,জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ রানা, প্রমুখ। এ ঘটনায় ইতিমধ্যে দিলু পাটোয়ারী ও তার ভাইসহ ১৭জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটকও করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here