স্টাফ রিপোর্টার : যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা কুদরত ই গনি খাঁন রথি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গেল রাত ১২টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকালই তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয় বলে জানান ভাই সাংবাদিক সাজ্জাদ গনি খাঁন রিমন।
কুদরত ই গনি খান রথি ‘পাঠকের কথা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া তিনি ব্রোকারেজ হাউজসহ বেশকিছু ব্যবসায় যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রথি খাঁন আগে থেকেই হার্টের রোগী ছিলেন। এরপর সম্প্রতি বেশ কিছুদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন তিনি। লক্ষণ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠান চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এদিন গভির রাতেই তিনি মারা যান। রথি খাঁন স্ত্রী, দুই সন্তান, অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ শুক্রবার ঘোপ পিলখানা জামে মসজিদে নামাজে জানাজা শেষে রথি খাঁনকে ঘোপ গোরস্থানে দাফন করা হয়।
রথি খানের বড় ভাইয়ের চল্লিশা ছিল আজ। এরই মধ্যে তার মৃত্যুতে চল্লিশার আয়োজন বাতিল করা হয় বলে জানান রিমন খাঁন।
এদিকে, প্রেসক্লাব যশোরের সদস্য সাজ্জাদ গণি খাঁন রিমনের ভাই, সাপ্তাহিক পাঠকের কথার সম্পাদক কুদরত এ গণি খান রথির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে জাহিদ হাসান টুকুন ও আহসান কবীর।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।















