কালিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
493

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় গাছবাড়িয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ আক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে কালিয়া উপজেলা প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কালিয়ায় গৃহবধু সহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষন বন্ধ এবং ধর্ষনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ মানবন্ধনে ধর্ষিতার পিতা ইকতার শেখ সহ স্বজনদের পাশাপাশি বিভিন্ন শেণীপেশার মানুষ অংশ নেন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার ২ সপ্তাহ অতিবাহিত হলেও ধর্ষককে আটক করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তব্য রাখেন গছবাাড়িয়া গ্রামের ইকতার শেখ, মিরান আলী, বাবুল শেখ, ইয়াসিন শেখ প্রমুখ।
নড়াইল জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মেয়ে গৃহবধু মরিয়ম বেগম (১৯) কে একই গ্রামের বরকত মুন্সি রাতের আধারে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষক, ঘটনার ১৪ দিন অতিবাহিত হবার পরও গ্রেফতার না হওয়ায় স্থানিয়দের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। অবিলম্বে ধর্ষককে গ্রেফতার না করা হলে পরবর্তিতে বৃহৎ কর্মসুচী গ্রহন করা হবে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here