বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মাগুরা আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল সমাবেশ

0
672

মাগুরা প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। গতকাল রবিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সেগুনবাগিচা এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যান্যরা।
অনুরূপ বিকাল ৫টায় শালিখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলবের হয়। মিছিলটি সমস্ত আড়পাড়া বাজার প্রদক্ষিন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. শ্যামল কুমার দে. সহসভাপতি বিমলেন্দু শিকদার, সাধারন সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃজেসমীন আক্তার শাবানা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, যুবলীগের আহবায়ক মোঃ মুজিবর রহমান, ছাত্রলীগের সভাপতি মোঃ মোজাহার হোসেন ও মোঃ জাবেরুল ইসলাম সাগর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ অগ্রযাত্রার বাংলাদেশকে বাধাগ্রস্থ করার চেষ্টা করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ধৃষ্ঠতা যারা দেখিয়েছেন বাংলার মাটিতে তাদের ঠাই হবে না। মৌলবাদী-জঙ্গীবাদীদের কোন ছাড় দেয়া হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here