বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০০ নারী-পুরুষ

0
493

মোঃ আক্তার হোসেন, মণিরামপুর (রোহিতা) প্রতিনিধি ॥ যশোরের মণিরামপুরে বিনামূল্যে ৩০০ নারী-পুরুষ চিকিৎসা সেবা পেয়েছেন। দি ফেড হলোজ ফাউন্ডেশনের সহায়তা পি.কে.এস এর উদ্যগে কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত একজন মেডিকেল অফিসার ক্যাম্পে রোগী দেখেন। একজন চিকিৎসক হলেন, ডাঃ নাফিসা সাদাফ (নিলয়) মেডিকেল অফিসার, পি.কে.এস যশোর।
সংগঠনটির পক্ষ থেকে শনিবার সকালে রোহিতাসহ আশপাশের এলাকায় মাইকিং করে ফ্রি চিকিৎসার বিষয়টি জানানো হয়। এরপর কোদলাপাড়া, রোহিতা, জলকর রোহিতা, নওয়াপাড়া, বাগডোব, বাসুদেবপুর, পলাশী, রাজবাড়ীয়া, এড়েন্দা, স্বারণপুর, মুড়াগাছা গাংঙ্গুলীয়া এলাকার শতশত নারী-পুরুষ ক্যাম্পে সেবা নিতে আসেন। ডাক্তার নাফিসা সাদাফ(নিলয়) বলেন, আমি সকাল থেকে তিনশত রোগীকে বিনামূল্যে পরামর্শসহ ডায়াবেটিস পরিক্ষা করা হয়। দি ফেড হলোজ ফাউন্ডেশনের সহায়তা পি.কে.এস এর উদ্যগে এই আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here