মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা

0
415

মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর বার্ষিক ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ১৬ তারিখ এ মেলার আয়োজন করে কমিটি। খুলনা বিভাগের বৃহত্তম এই মেলা উপভোগ করতে আশ-পাশের প্রায় ২০ গ্রামের সববয়সী লাখো মানুষের উপস্থিতি ল্য করা যায়। মাটির হাড়ি, কলস, বাশঁ-বেতের আসবাব, নাগরদোলা, যাদু, পুতুলনাচ, ফার্নিচার, প্রসাধনী, নানা রকম খেলনা সামগ্রী নিয়ে প্রায় তিন চার কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণমেলা। মাগুরা ছাড়া পাশের জেলা যশোর, নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর থেকে আসে দোকানিরা। বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি ঘোড়া আনা হয় এবারের মেলায়। মেলার প্রধান আকর্ষণ ছিল একই স্থানে দাঁড়িয়ে ঘোড়দৌড় উপভোগ। আর রাতে বসে বিচার গানের। এবার বিচার গানের শিল্পী সানিয়া পারভীন ও প্রতিপ শিল্পী তাপস সরকার গান করেন। তহিদুজ্জামানর পরিচালনায় মেলা কমিটির সভাপতি নিজাম মোল্যা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এবারের মেলা সকলের সহযোগিতায় অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। মেলা দেখতে এ বছর লাখো লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘোড়দৌড় শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here