করোনা সংক্রমণরোধে মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

0
464

মির্জা মাহামুদ হোসেন রন্টু , ভ্রাম্যমান প্রতিনিধি, নড়াইল ঃ করোনা সংক্রমণরোধে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। মাশরাফির নিজস্ব তহবিল থেকে নড়াইল ও লোহাগড়া শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলেন। এই বুথ থেকে যেকোনো মানুষ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাত স্যানিটাইজ এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন। বুধবার বেলা ১১টার দিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল শহরে ৬টি বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় সংপ্তি বক্তব্য রাখেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবির টুকু ও এমপি মাশরাফির বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং নড়াইল প্রেসকাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের কোষাধ্য মীর্জা নজরুল ইসলামসহ অনেকে। শহরে করোনা প্রতিরোধক বুথগুলো হলো, রূপগঞ্জ বাসষ্টান্ড, নড়াইল প্রেসকাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার লোহাগড়া শহরে ৪টি স্থানে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হবে। বৈশ্বিক করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই এমপি মাশরাফি ব্যক্তিগত তহবিল থেকে করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য নড়াইলে তিন হাজারের বেশি চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ, করোনাযোদ্ধাদের সুরা সামগ্রী দিয়েছেন। ৭ হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন। গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। করোনা প্রতিরোধে জীবাণুনাশক ক এবং ডক্টরস চেম্বার নির্মাণ করেছেন। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীার ব্যবস্থা করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে এবং সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ পাশ হয়েছে। জেলার করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য এখনো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবার ব্যবস্থা চালু রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here