কুষ্টিয়ায় খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমান

0
456

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রাতে বেশ কিছুদিন ধরে গাছের ডালে, বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্নস্থানে দেখা মিলছে একাধিক হনুমানের। খাদ্য ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেক স্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে হনুমানগুলো , খোজ নিয়ে জানা যায় দীর্য বছর যদুবযরা এলাকাতে বছরের প্রায় সময়টা দেখা মিলে মুখ পোড়া হনুমানের। জানা যায়, বেশ কিছুদিন থেকেই উপজেলার যদুবয়রার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানগুলির । হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানের দল লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে তারা । আজ রবিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার যদুবযরা নিদেনতলা বাজার মন্দিরের সামনে দেখা যায় হনুমান দুটি ওয়ালে বসে রয়েছে যদুবয়রাতে ৪টি হনুমানের দেখা মিলে প্রায় সময়ই এদের দল বেধে ঘুড়তে দেখা যায় । কিছু উৎসুক জনতা নানা প্রকার খাবার দিচ্ছে। খিদে পেলে ওয়ালের বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে আবারও উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই সকল বন্যপ্রাণী রায় কখনো বন বিভাগ বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন তৎপরতা দেখা যায়নি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here