অভয়নগরে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়েই বেতন উত্তলন করছেন প্রধান শিক্ষক

0
296

স্টাফ রিপোর্টার : যশোর অভয়নগরের এস আর বাশুয়াড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ গোলাম মোস্তফা নিয়োমিত স্কুল না করেই মাসিক বেতন উত্তলন করে আসছেন এমন তথ্যের ভিত্তিতে আভিযোগের সত্যতা অনুসন্ধানে গত ৫ জানুয়ারী বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ে গিয়ে প্রধান শিককে পাওয়া যায় নাই। তিনি কোথায় আছেন জানতে চাইলে সহকারী প্রধান শিক মোঃ রেজাউল করিম জানান, তিনি স্কুলের কাজে যশোর শিা বোর্ড গিয়েছেন।স্যার প্রতি দিন যশোর থেকে আসেন এবং নিয়োমিত স্কুল করেন। এসময় পাশে থাকা শিকদের হাজিরা খাতায় প্রধান শিককের স্বারের ¯’লে ২ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী পর্যন্ত কোন স্বার পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কোন শিক স্কুলের কাজে বাহিরে গেলে তাহার মুভমেন্ট রেজিস্টার মেন্টেন করতে হয়। এসময় তা দেখতে চাইলে সহকারী প্রধান শিক মোঃ রেজাউল করিম ও অফিস সহকারী সৈয়দ মোত্তজা আলী তা দেখাতে পারে নাই। প্রধান শিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি যশোর শিা বোর্ডে স্কুলের কাজে আছেন বলে জানান, অপর দুইদিন কাজের চাপে স্বার করতে খেয়াল ছিলনা বলেও জানান তিনি। গত ৪ জানুয়ারী কোথায় ছিলেন এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, আমি স্কুলের কাজে খুলনার ডিডি অফিসে ছিলাম। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তাকে অবহিত করলে, তিনি ঘটনা অনুসন্ধান করে ব্যব¯’া গ্রহন করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here