আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল ইয়াবাসহ গ্রেফতার

0
282

চুলকাটি অফিস : বেসরকারি আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি দণিবঙ্গের মাদক সম্রাট নামে খ্যাত শিহাব উদ্দীন রুবেলকে ৩শ পিচ ইয়াবা সহ আটক করছে খুলনার খালিশপুর থানা পুলিশ। এ সময় সাহাবুল সরদার নামে আরো একজনকে আটক করা হয়। বুধবার রাতে খালিশপুরের আবু নাসের হাসপাতালের রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিহাব উদ্দিন রুবেল বাগেরহাট জেলার ফকিরটের পাগলা শ্যামনগর এলাকার শেখ হেমায়েত উদ্দিনের পুত্র। খালিশপুর থানার ওসি কামাল হোসেন জানান, বুধার রাতে খালিশপুর আবু নাসের হাসাপাতালের রোড দিয়ে সাহাবুল নামের এক যুবক সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় পুলিশ সন্দেহবসত তার শরীর তল্লাসী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাবুল জানায় সে শিহাব উদ্দিন রুবেলের কাছ থেকে ১শ পিস ইয়াবা সংগ্রহ করেছে । আরও ২শ পিচ ইয়াবা নিয়ে শিহাব উদ্দীন রুবেল একটু দূরে দাড়িয়ে আছে । তখন পুলিশ সাহাবুলকে দিয়ে মোবাইল করে যে, তার আরো ২শ পিচ ইয়াবা প্রয়োজন। রুবেল ২শ পিচ ইয়াবা নিয়ে রাস্তার সামনে আসলে ওৎপেতে থাকা পুলিশ তাকে আটক করে তার শরীর তল্লাসী করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। ওসি আরো জানায়, শিহাব উদ্দীন রুবেল টেকনাফ থেকে মটোরসাইকেল যোগে ইয়াবা এনে দনিাঞ্চলে সরবরহ করে। তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় দুটি চাঁদাবাজি মামলা,ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি এবং বাগেরহাট কোর্টে একটি প্রতারণা মূলক মামলা রয়েছে। এছাড়া ফকিরহাট মডেল থানায় উক্ত শিহাব উদ্দিন রুবেলের বিরুদ্ধে পাঁচটি জিডি রয়েছে। অনুসন্ধান করলে সাতীরা, যশোর, খুলনা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় মামলা এবং জিডি থাকতে পারে বলে জানিয়েছে সচেতন মহল। মামলা এবং জিডির বিস্তারিত বিবরণ নিম্নরূপ: ১) ফকিরহাট মডেল থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০৫/২০২১ এবং জি,আর-৯৭/২১ (ফকিরহাট), ধারা-৩৮৫/৩৮৭ পেনাল কোড। ২) ফকিরহাট মডেল থানার মামলা নং- ১৪, তারিখ-১৯/০৭/২০২১ এবং জি,আর-১৩৪/২১ (ফকিরহাট), ধারা-৩৮৫/৩৮৭ পেনাল কোড। ৩) ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ-১৪/০৬/২০২১ এবং জি,আর-১১১/২১ (ফকিরহাট), ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯(১) ধারা। ৪) বাগেরহাট কোর্টের-৩৫/২০২০ (ফকিরহাট), ধারা-৪০৬/৪২০ পেনাল কোড। ৫) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৩০, তারিখ-০১/০৬/২০২১। ৬) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-১০৫০, তারিখ-২৭/০৫/২০২১। ৭) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-১০৪৯, তারিখ-২৭/০৫/২০২১। ৮) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৯৭৭, তারিখ-২৫/০৫/২০২১। ৯) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৮৯৫, তারিখ-২৩/০৫/২০২১। ১০) সর্বশেষ খুলনা খালিশপুর থানায় মাদক আইনে আরেকটি নতুন মামলা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here