উদ্ভাবক মিজানের শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

0
354

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় হযরত শাহ জালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা সিফাদত হোসেনের সভাপতিত্বে ও হযরত মাওলানা আবরার বিন ইসরাইলের পরিচালনায় হযরত শাহ জালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে করোনা সচেতনতায় উপস্থিত শিশু শিার্থী ও গন্যমান্য সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের পরিচালনায় অত্র মাদ্রাসাটি পরিচালিত হবে। এছাড়াও মিজানুর রহমানের পরিচালনায় ফ্রি পবিত্র আল কুরআন মডেল পাঠাগর,ুদা লাগলে খেয়ে যান,ফ্রি খাবার বাড়ি, ছিন্নমূল শান্তি নিবাস ও মানব সেবা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়ে আসছে। মরহুম হাজ্বী মনোহর মাষ্টারের পাখি বাড়ি সিলেট, হযরত শাহ জালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার আর্থিক সহযোগিতা করেন। উদ্ভাবক মিজানুর রহমান বলেন, দীর্ঘ প্রতিার পরে আজ মাদরাসাটি আলোর মুখ দেখলো সেজন্য আমি অনেক খুশি ও গর্বীত। মাদরাসাটির উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। হযরত শাহ জালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জনাব জুয়েল ইমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনাব কবির উদ্দিন আহম্মদ তোতা, পাখি বাড়ি সিলেটের কনিষ্ঠ পুত্র হাসনাইন মাহমুদ হিমেল,বিশিষ্ট সমাজ সেবক ও গ্রামের সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুল মুন্নাফ সহ নব নির্বাচিত সকল ইউপি সদস্যগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here