বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে ডিজিটাল পরিচয়পত্র বিতরন

0
438

বসুন্দিয়া প্রতিনিধি ঃ শতস্ফুর্ত, আনন্দ উল্লাসের খুশির মধ্যদিয়ে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে চেয়ারম্যানের প্রতিনিধি দায়িত্বরত সচিব মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে ২০২০ সালের নতুন ভোটারদের মাঝে ডিজিটাল পরিচয় পত্র বিতরন কার্যক্রম ১০ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে উপজেলা নির্বাচন কমিশন অফিসের সহায়তায় স্মার্ট কার্ড প্রদান করা হয়। বিতরন কার্যক্রম পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাচন কশিনারের অফিস সহায়ক মোঃ বাবর আলী,কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর মোঃ রাজু আহম্মেদ। নির্বাচন কার্যালয় সূত্রে জানান, ২০২০ সালের নতুন ভোটাদের মাঝে এই ইউনিয়নের ১৯টি গ্রামের সাড়ে ছয় শত ব্যক্তিকে ডিজিটাল পরিচয় পত্র প্রদান করা হবে। নতুন স্মার্ট কার্ড পেয়েছে ১নং ওর্য়াডের বন্যা গাঙগুলি, ২নং ওর্য়াডের শিহাব হোসেন, ৩নং ওর্য়াডের ইরিনা খাতুন এদের সাথে কথা হলে তাদের অনুভুতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা সদরে ডিজটাল পরিচয় পত্র বিতরন করা হয়েছে তা আমরা শুধু টেরিভিশন,মোবাইলের ফেসবুকে,পত্র-পত্রিকায় দেখেছি। আমরা কবে পাবো সেই আশা গুনতে গুনতে স্বপ্নের স্মার্ট কার্ড আজ হাতে পেয়ে আনন্দে বুক ভরে গেছে। কথা হয় বাঘারপাড়া নির্বাচন কমিশনারের অফিস সহকারি মোঃ বাবর আলীর সাথে তিনি জানান, উপজেলার প্রতিটি ভোটাকে ধাপে ধাপে ডিজিটাল জাতীয় পরিচয পত্র দেওয়া হবে। ইউনিয়ন পরিষদের সামনে হাজার হাজার উৎসুক জনতা দেখতে আসে গ্রাম পুলিশ কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে নিয়ন্ত্রনে আনতে। উক্ত বিতরন কার্যক্রমে রাজনৈতিক দলের নেতানেতৃ, সামাজিক সুধি সমাজের ব্যক্তিগন সহ সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here