লেবুতলায় চেয়ারম্যানের তিন কর্মীকে মারপিট

0
229

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আওয়ামী লীগের সমাবেশে আসার পথে প্রতিপরে হামলায় তিন কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে হয়েছে। আহতরা হলো, ফুলবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে সুমন হোসেন (১৭), জমির হোসেনের ছেলে জিহাদ আরী (১৮) ও মজনু মোল্লার ছেলে আব্দুল আলিম (২৬)। আহত জানান, বৃহস্পতিবার লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পোগ্রামে আসবার জন্যে তাদের দুটি মাইক্রোবাস ভাড়া করে দেন। বেলা ১১ টার দিকে পোগ্রামের উদ্দেশ্যে তারা দুটি মাইক্রোতে প্রায় ৩০ জন শহরের চিত্রার মোড়ে পার্টি অফিসের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে রাস্তার পরে তাদের গাড়ি গতিরোধ করে ওই এলাকার সন্ত্রাসী উজিরের নেতৃত্বে জুব্বার, আসির, আক্তার, দয়াল, রাসেল সহ প্রায় ২০-২৫ জন তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে এস এস পাইপ রড দিয়ে মারধর করে স্থান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here