হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রস্তুত নরেন্দ্রপুর ইউপির পাঁচ চেয়ারম্যান প্রার্থী

0
271

রাসেল মাহমুদ, ভ্রাম্যমান প্রতিনিধি : আগামি ৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ (বুধবার) যশোর সদরের নরেন্দ্রপুর সহ ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এসব ইউপির চেয়ারম্যান-মেম্বর প্রার্থীরা। পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-ঘাটের চারিদিকে সাঁটানো পোস্টার আর প্যানা ফেস্টুনে ছয়লাব। ভোটের পূর্বমুহুর্তের যাকযমক পরিবেশ’ই বলে দিচ্ছে ৫ম ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনি মাঠ বেশ জম-জমাট। বিশেষ করে যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় বেশ জমে উঠছে এবারের ইউপি নির্বাচন। প্রার্থীরা নিজেদের’কে সৎ ও যোগ্যতা সম্পন্ন প্রমানে নানান প্রতিশ্রুতি নিয়ে ছুটে চলেছে ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন বেকার সমস্যা সমাধাণ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা স্বচ্ছ ভাবে প্রদান, পরিছন্ন আধুনিক মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ার। প্রত্যেক জন প্রার্থীই এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। ওন্যদিকে ভোটাররা বলছে এবারের নির্বাচনে মনভোলানো কথায় না ভুলে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই বেঁছে-খুঁটে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করব। ইউনিয়নের অলিগলি ও পাড়া-মহল্লার চারিদিকে প্রার্থীদের পোস্টারে-পোস্টারে পরিপূর্ণ। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু এইবারের ইউপি নির্বাচন।
চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন স্ব-স্ব নির্বাচনী এলাকার পাড়া-মহল্লা। নরেন্দ্রপুর ইউনিয়নে এবারে হেভিওয়েট প্রার্থী সহ মোট ৫জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জনসমর্থন ও প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে আনারস প্রতিকের (সতন্ত্র) প্রার্থী রাজু আহম্মেদ এবং মোটরসাইকেল প্রতিক নিয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ও নৌকা প্রতিকের প্রার্থী গতবারের চেয়ারম্যান মোদাচ্ছের আলী। নির্বাচনে সবায় পাশের ব্যাপারে শতভাগ আশাবাদি। আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী মোঃ রাজু আহম্মেদ বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ানের সকল সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করব এবং অত্র ইউনিয়নের প্রতিটা মসজিদ ইমাম-মুয়াজ্জিন ও মুন্দিরের প্ররোহিতদের নিজ অর্থায়নে সম্মানির ব্যাবস্থা করব। সকল প্রার্থীরা সুষ্ঠ ও নিরপে ভোট গ্রহণের জন্যে কমিশনের প্রতি অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here