কালীগঞ্জে যুবলীগ সভাপতির কবজি কর্তন,আহত ৩

0
313

স্টাফ রিপোটার,কালীগঞ্জ(ঝিনাইদহ): ঝিনাইদহ কালীগঞ্জে ৫নং ইউনিয়ন যুবলীগ সভাপতি হজরত আলীর কবজি কর্তন করেছে দুর্বৃত্তরা। এসময় আরও তিনজনকে কুপিয়ে আহত করে। আহতরা হলো আমজাদ আলীর ছেলে জামির হোসেন ও জহির হোসেন এবং বাদু মÐলের ছেলে জাকির হোসেন। ইউপি নির্বাচন নিয়ে দ্ব›েদ্ব বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে চায়ের দোকানে বসে ছিল হযরত আলী। এ সময় গ্রামের ফজের মালীতা, আসাদুল ইসলাম, সোহেল হোসেন সহ ৭/৮ জন এসে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে হযরত আলী বাজারের পাশের আলী হোসেনের একটি বাড়িতে আশ্রয় নেন। বাড়ীর মধ্যে ঢুকেও সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় হযরত আলীকে বাঁচাতে এগিয়ে এলে জামির, জহির ও জাকিরকেও কুপিয়ে জখম করে তারা। ঘটনার পর হযরত আলীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয় । পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে হযরতের ভাতিজা রনির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায় বৃহস্পতিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে কাকু চা খেতে গেলে ৭/৮ জনের একটি দল এসে আমার কাকার উপর অতর্কিত হামলা করে । কাকুকে যশোর থেকে ঢাকাতে নিয়ে এসেছি ,তার অবস্থা খুব খারাপ। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরী জানান,হযরত এর অবস্থা ভালো না তার সাথে আমি ঢাকা শেখহাসিনা বার্ন উইনিট হাসপাতালে আছি তার অপারেশন চলছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজগর আলী জানান, আহত তিনজনকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরমধ্যে হযরতের অবস্থা গুরুতর। তার ডান হাতের কব্জি কেটে পড়ে গেছে এবং একটা পায়ের অবস্থাও ভালো না। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত মতলেবুর রহমান জানান ঘটনার পর আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি যদি মামলা হয় আমরা আইনগত ব্যবস্থা নিব। তবে সোহাগ নামের একজন কে জিগাসা বাদ করার জন্য আটক করেছি বাকি দোষীদেন ধরার জন্য পুলিশ অভিযান চালাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here