নড়াইলের পল্লীতে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে খাদ্যসহায়তা!!

0
482

(নিজস্ব প্রতিবেদক) নড়াইল : নড়াইলের লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ১৫০ অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। গত তিনদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এ উপলক্ষে নড়াইলের লাহুড়িয়া এইচ এ কে একাডেমি চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু। লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি সৈয়দ শাহ জামান সাদিদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া সিসি ফাজিল মাদরাসার অধ্যক্ষ ফজলুল করিম মাসুদ, লাহুড়িয়া এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম, লাহুড়িয়া এইচ এ কে একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সোহানুর রহমান আকাশ, ত্রাণ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হাসিবুল ইসলাম, সদস্য সচিব জোবায়ের রহমান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান আকাশ জানান, সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় মুহূর্তেও আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here