কলারোয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

0
418

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ৩৭ বছর বয়সী এক যুবক করোনায় শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত মাজেদুল ইসলামনামের ওই যুবকের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কী গ্রামে।তিনি সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ থেকে নিজ গ্রামে ফেরেন।কেরানীগঞ্জে তিনি চাকুরি করতেন বলে জানা যায়। শনিবার দুপুরেকলারোয়া উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানজানান, গত ১৩ মে দাড়কী গ্রামের মাজেদুল ইসলামের নমুনা সংগ্রহ করেপরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ মে শনিবার প্রাপ্ত রিপোর্টেসেটি পজিটিভ আসে। তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত ওই যুবকবর্তমানে বাড়িতে অব¯’ান করছেন। তাকে বাড়িতে রাখা হবে না করোনারোগীর জন্য প্র¯‘তকৃত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবেসে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নেয়া হ”েছ বলে তিনি জানান। এদিকেশনিবার দুপুরের পর পরই আক্রান্তের বাড়ি পরিদর্শন করেন উপজেলা পরিষদচেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএমসেলিম শাহ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস,টিএইচও ডা: জিয়াউর রহমান, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় থানা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িসহ আশপাশের অন্তত: ১০ বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here