করোনায় আড়াই মাস বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু

0
408

বেনাপোল থেকেএনামুলহকঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে আড়াই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ঢাকা-বেনাপোল রেল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার সময় বেনাপোল স্টেশন থেকে ১১৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বেশ কয়েক জন যাত্রী অভিযোগ করে বলেন, আগে তারা স্টেশন থেকে নন এসি টিকিট ৪৮৫ টাকা করে কিনেছেন। এখন বাইরে থেকে অনলাইনে নন এসি টিকিটের দাম নিচ্ছেন ৮০০ থেকে ৯০০ টাকা করে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাহিদুজ্জামান জানান, করোনা ভাইরাস সংক্রমণে রোধে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ২৪ মার্চ থেকে বেনাপোল এক্সপ্রেস বন্ধ ছিল। এখন স্বাস্থ্যবিধি মেনেই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা হচ্ছে।
যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য বেশি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইনের বাইরে থেকে কেউ টিকিটের মূল্য বেশি নিলে তাদের করার কিছু থাকে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here