যশোরে করোনায় নতুন করে ১১ শনাক্ত

0
367

স্টাফ রিপোর্টার : যশোরে সোমবার নতুন করে ১১ জন করোনা শনাক্ত হয়েছে। এরমেধ্যে সাতজনই অভয়নগর উপজেলার বাসিন্দা।বাকি চারজন যশোর সদরের। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। এ বিষয়ে যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ জানান, সোমবার যবিপ্রবি থেকে যশোরের মোট ৭৭ টি ফলাফল এসেছে। তারমধ্যে ১১ জন পজেটিভ। যশোরের চারজনের একজন যশোর সদর হাসপাতালের আইসোলিশনে ভর্তি , আরেকজনের বাড়ি হামিদপুরে,অন্যজন ঘোপের।এছাড়া আরেকজনের বাড়ির সন্ধান এখনো পাওয়া যায়নি।বাকি ৭ জন অভয়নগর উপজেলার বাসিন্দা।এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান বলেন, ঠিকানা সংগ্রহের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here