নড়াইলে সাংবাদিক শাহজাহান সাজুকে হত্যা মামলায় আসামি করায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

0
334

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সাংবাদিক শাহজাহান সাজুর নামে মিথ্যা হত্যা মামলায় আসামি করায় বিভিন্ন মহলের নিন্দা, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন নড়াইল জেলার সাংবাদিক সহ সুশিল সমাজ। দৈনিক মানবজমিনের লোহাগড়া প্রতিনিধি,গ্রামের কাগজ ও লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান সাজুকে হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
এ ঘটনায় সোমবার বিকেলে লোহাগড়া প্রেস ক্লাবে জরুরি সভা আহ্বান করেন।জ
ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনৈক সাইফুর রহমান কর্তৃক সাংবাদিক শাহজাহান সাজুর বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
একই ভিত্তিতে (১৭জুন) বুধবার সকালে লোহাগড়া উপজেলার সামনে ঘন্টা ব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিকস সাংবাদিকসহ শত শত সুশিল সমাজ উপস্থিত হয়ে সাংবাদিক শাহজাহান সাজুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের যোরদাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here