(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানার এক পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
এ অবস্থায় থানার ওসিসহ আটজন পুলিশসদস্য হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) চলে গেছেন। থানা সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে পাওয়া প্রতিবেদনে থানার উপপরিদর্শক (এসআই) এস এম সবুর আলী করোনা ‘পজিটিভ’ হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছেন। থানার আরও দুই কর্মকর্তার করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সব জায়গায় যেতে হয়, তাই করোনায় সংক্রমিত হওয়া স্বাভাবিক। এটি মেনে নিয়েই আমরা মাঠে আছি।’
ওসি বলেন, এসআই সবুরের সঙ্গে চলাফেরা বেশি হয়েছে, এমন আটজনের নমুনা আজ সোমবার হাসপাতালে জমা দেওয়া হচ্ছে।
প্রতিবেদন আসার আগ পর্যন্ত সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।