(নড়াইল জেলা) প্রতিনিধিঃ নড়াইলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। ধোপাখোলা মোড় থেকে মোঃ হাদিউজ্জামান নামে একজন কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গ্রেফতার হাদিউজ্জামান ( এস সি ৪৯/১৯,
সি আর ৩৪২/১৯) সাজাপ্রাপ্ত আসামি। নড়াইল সদর মাছিমদিয়া গ্রেমের মৃত আমজাদ খানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই দুরান্ত আনিচ এর নেতৃত্বে সাইফুল, নারায়ণ, চন্দ্র, রাজু, জিবন, জাহাঙ্গীর কে সঙ্গে নিয়ে তাকে রবিবার ( ২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ধোপাখোলা মোড় থেকে গ্রেফতার করে নড়াইল সদর থানায় সপদ করে।