কলারোয়ায় ফের ১ জন করোনা পজিটিভ, উপজেলায় শনাক্ত ১৯

0
370

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ফের ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে গত ২ দিনে ৩ জন শনাক্ত হলেন। এখন উপজেলায় মোট করোনা শনাক্ত ১৯। শুক্রবার শনাক্ত হওয়া ইয়াছিন আলি (৩৮) পেশায় একজন ড্রাইভার। বাড়ি উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে। পিতার নাম আমজেদ আলি। গত ২৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয় বলে জানা যায়। শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার শনাক্ত হন উপজেলার বড় খোরদা গ্রামের কামরুজ্জামান (৬০) ও কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের ওমর ফারুক (২৮)। উপজেলায় শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ভিন্ন ভিন্ন এলাকায় বাড়ি হলেও অবস্থানগত কারণে পৌরসভা এলাকায় সর্বাধিক ৬ জন আক্রান্ত হয়েছেন। এরপর দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে ৪ জন। এছাড়া উপজেলার সিংহলাল, বালিয়াডাঙ্গা ও আলাইপুরে ১ জন করে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হওয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৬ জনই ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here