বন্যা সমস্যার সমাধানে নদ-নদী খনন ও বন্যার্তদের জন্য ত্রাণ ও পুণর্বাসনের দাবি দেশে বন্যা পরিস্থিতিতে অবনতিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্বেগ

0
354

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মী শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানান।  তীব্র পানির স্রোতে জনসাধারণের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, স্কুল, কৃষি জমি, মৎস্য খামার, গবাদি পশু ভাসিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজন হলেও সরকারিভাবে যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, দিনাজপুর, নঁওগা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, নেত্রকোণা, সিলেট ও সুনামগঞ্জ প্লাবিত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের অন্তত পাঁচটি নদীর পানি পাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, পদ্মা, আত্রাই ও হাওর এলাকার নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে। এক সপ্তাহ ধরে এসব নদীর পানি বাড়তে পারে। এক সপ্তাহ লাগবে নামতে। সব মিলিয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ২০ জেলায় আগামী দুই সপ্তাহ বন্যার পানি থাকতে পারে।আবার করোনা মহামারীর প্রেক্ষিতে স্বস্থ্যবিধি মানার প্রশ্নও রয়েছে। উজানে অভিন্ন নদ-নদীতে ভারত সরকার কর্তৃক একতরফা বাঁধ নির্মাণ, নদ-নদী, খাল-বিল ভরাট, অপরিকল্পিতভাবে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণ এবং নদী ও খাল অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতি বছর বন্যার সৃষ্টি হলেও সরকার এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বন্যার এতো ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দেশের ২০টির মত জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সুষ্ঠুভাবে বণ্টন, ত্রাণ বণ্টনে সকল অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধে যথাযথ তদারকির ব্যবস্থা, বন্যা পরবর্তি দ্রæততম সময়ে পুনর্বাসন, ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক ও সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, দূর্গত এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা এবং বন্যা সমস্যার সমাধানের লক্ষ্যে  উজানের পানির ন্যায্য হিস্যা আদায়ে যথাযথ উদ্যোগসহ সকল নদ-নদী, খাল-বিল খনন করার দাবি জানানো হয়। একই সাথে সংশ্লিষ্ট এলাকায় সাধ্য অনুযায়ী বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানূধ্যায়ীদের প্রতি আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here