কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ

0
243

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উপজেলা এলজিইডি অফিসের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ সুধিবৃন্দ। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০১৯-২০’র অর্থায়নে উপেজলা প্রশাসনের বাস্তবায়নে ও এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি)’র আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here