কালিগঞ্জ ইসলামী ব্যাংকে ১৭ জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হওয়ায় ব্যাংক দুই দিন লকডাউন ঘোষনা

0
267

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার সহ ১৭জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় আগামী ২৬ ও ২৭ জুলাই রবি ও সোমবার ইসলামী ব্যাংক লকডাউন ঘোষনা করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছে। কালিগঞ্জ উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। গত ৩ সপ্তাহ কালিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারী কর্মকর্তা কর্মচারী, জন প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ১২০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুর মোহাম্মাদ জানান ব্যাংকে ৩৫জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ইতি পূর্বে ব্যাংকের শাখা ম্যানেজার আমি ও ম্যানেজার অপারেশন আবুল হোসেন সহ ১৪জন আক্রান্ত হয় এবং গত ২৩ জুলাই আরও ৩ জনের পজেটিভ এসেছে। এ নিয়ে ব্যাংকের ১৭ জন কর্মকর্তা কর্মকর্মচারী আক্রান্ত হওয়ায় অনেকটা ঝুুঁকি নিয়ে আতংকের মধ্যে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী কাজ করছে। গ্রাহকরাও প্রয়োজনের তাগিদে আতংকের মধ্যে লেনদেন করছে। কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখার সেকেন্ড অফিসার আবুল হোসেন জানান ব্যাংকে ব্যাপক সংখ্যক কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে দুইদিন সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে লকডাউন ঘোষনা করেছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান জানান গত ২৩ জুলাই বৃহস্পতিবার আরও ১৯ জনের পজেটিভ এসেছে। কালিগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ৩৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ১২০ জনের। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সরকারী নির্র্দেশনা অনুযায়ী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও করোনা এক্সপার্ট টিমের সদস্যদের উপস্থিতিতে ব্যানার ও পতাকা টানিয়ে বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়। এদিকে কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নলতা গ্রামের নরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫), কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here